মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৫
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমদ্দিনে যৌতুকের জন্য গৃহবধুকে অমানুষিক নির্যাতন
ভোলার তজুমদ্দিনে যৌতুকের জন্য গৃহবধুকে অমানুষিক নির্যাতন
তজুমদ্দিন (ভোলা) : তজুমদ্দিনে যৌতুকের জন্য পাষন্ড স্বামী কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে আরজু বেগম (২৬) নামের এক গৃহবধু। গত বৃহস্পতি ও শনিবার (৩০ জুলাই ও ১ আগস্ট) পালাক্রমে তিন দফা নির্যাতনের শিকার হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আবদুল গনি বাড়ির নূরুল ইসলামের মেয়ে আরজু বেগমের সাথে ৮ বছর পূর্বে বিয়ে হয় একই গ্রামের মহাজন বাড়ির আবদুল মুনাফের ছেলে প্রবাসী ব্যবসায়ী হান্নানের ( ৩৫)। স্বামী হান্নান বিদেশে থাকা অবস্থায় যৌতুকের দাবিতে স্ত্রীর ভরন পোষণ প্রায় বন্ধ করে দেয়। তখন দুই সন্তানের জননী আরজু বেগম পার্শ্ববর্তী এক নিকট আত্মীয়র কাছ থেকে টাকা ধার করে সংসার চালায়। একমাস আগে স্বামী হান্নান ওমান থেকে বাড়ি আসার পর টাকা ধার করার কারণে প্রায়ই তাকে মারধর করে।
এক পর্যায়ে গত বৃহস্পতিবার সকালে গৃহবধুকে অমানুষিক নির্যাতন করে অচেতন অবস্থায় পুকুরে ফেলে দেয়। পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করলেও পাষন্ড স্বামী তার চিকিৎসা করতে দেয়নি। এরপর শনিবার রাতে অসুস্থ্য অবস্থায় তাকে পুনরায় নির্যাতন করে। পরদিন সকালে গৃহবধুর ভাই মিরাজ তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ব্যাপারে আরজু বেগম বাদী তজুমদ্দিন থানায় ৫ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করে। এ ঘটনার বিষয়ে স্বামী হান্নান যৌতুকের অভিযোগ অস্বীকার করে বলেন, আরজু মোবাইল ফোনে বিভিন্ন মানুষের সাথে কথা বলার কারণে তাকে সামান্য মারধোর করেছি। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তাকে আটকের চেষ্টা চলছে।