বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা ইস্যুকে সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে-কাদের।।লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা ইস্যুকে সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে-কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে লিংরোড-লবণী পয়েন্ট চার লেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে দেখা উচিত। পাশাপাশি এরকম হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দেয়ার কথাও বলেন তিনি।
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনসমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়েছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।
পরিদর্শন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে প্রয়াত সামরিক কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদীনের চেহলামে যোগ দিতে রওনা দেন। সেখান থেকে ফিরে বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।