রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এবার পিছিয়ে গেল একুশে বইমেলা।।লালমোহন বিডিনিউজ
এবার পিছিয়ে গেল একুশে বইমেলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর পর বেশ উলটপালট হয়েছে বিভিন্ন পূর্ব নির্ধারিত সূচিতে। পিছিয়ে গেছে এসএসসি পরীক্ষা। এবার পিছিয়ে গেল অমর একুশে গ্রন্থমেলা।
বাংলা একাডেমি জানিয়েছে, এক ফেব্রুয়ারির বদলে পরদিন দুই ফেব্রুয়ারিতে শুরু হবে বইমেলা।
রবিবার (১৯ জানুয়ারি) এই তথ্য জানায় বাংলা একাডেমি।
এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ড. দীপুমণি ঘোষণা দেন এসএসসি পরীক্ষা পেছানোর।
তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। ঠিক এর কিছুক্ষণ পরই প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন। নতুন তারিখ অনুযায়ী ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন।