রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিশ্ব ইজতেমা ২য় পর্ব: আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা।।লালমোহন বিডিনিউজ
বিশ্ব ইজতেমা ২য় পর্ব: আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় সাদপন্থিদের আখেরি মোনাজাতে অংশ নিলেন লাখো মুসল্লি। মোনাজাতে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ আলেম মাওলানা মোহাম্মদ জামশেদ। এর মধ্য দিয়ে শেষ হলো ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।
আখেরি মোনাজাতে মহান আল্লাহর করুণা লাভের আশায় মুসল্লিদের ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। দ্বিতীয় পর্বের ইজতেমায় সাদ অনুসারিদের আখেরি মোনাজাতে শরিক হন দেশ-বিদেশের মুসল্লিরা।
মোনাজাত করেন দিল্লীর মাওলানা মোহাম্মদ জামশেদ। তার কণ্ঠ শোনার সাথে সাথে লাখো হাত ওঠে আল্লাহর দরবারে। মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করে কাঁদলেন তাবলিগ জামাতের এই শীর্ষ আলেম। তার সঙ্গে সঙ্গে কাঁদলেন মুসল্লিরাও।
আত্মশুদ্ধি ও গুনাহ মাফের জন্য যে যেখান থেকে পেরেছেন দু’হাত তুলে প্রার্থনা করেছেন পরম করুনাময়ের দরবারে।