শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » পুলিশ কন্ট্রোল রুম থেকে লাফিয়ে পড়ে কনস্টেবলের আত্মহত্যা।।লালমোহন বিডিনিউজ
পুলিশ কন্ট্রোল রুম থেকে লাফিয়ে পড়ে কনস্টেবলের আত্মহত্যা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকার শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের ভবন থেকে লাফিয়ে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৬) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের চারতলা ভবন থেকে ওই পুলিশ কনস্টেবল লাফিয়ে পড়েন। পরে আহত অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ কনস্টেবলের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।