বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি ইরানের নাকচ।।লালমোহন বিডিনিউজ
ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি ইরানের নাকচ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পরমাণু নিয়ে ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি নাকচ করলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার রুহানি ট্রাম্পের এই প্রস্তাবকে অদ্ভুত বলে মন্তব্য করেছেন।
এ সময় বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেন বলে ট্রাম্পের সমালোচনাও করেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তিকে ‘নতুন ট্রাম্প চুক্তি’ দিয়ে বদলে ফেলার জোরালো আহ্বান জানান।
এদিকে, ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে দু’বছর আগেই তা থেকে সরে গিয়ে নতুন চুক্তির কথা বলেছেন।