শনিবার, ১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা বাস মালিক সমিতির অনির্দৃষ্টকালের জন্য ধর্মঘট
ভোলা বাস মালিক সমিতির অনির্দৃষ্টকালের জন্য ধর্মঘট
ভোলা সংবাদাতা: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করার প্রতিবাদে জেলার অভ্যান্তরিন ৮টি রুটে অনির্দৃষ্ট কালের জন্য যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করে দিয়েছে ভোলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শনিবার দুপুর থেকে তারা এ ধর্মঘটের ডাক দেয়।
এরআগে বাস স্ট্যান্ড এলাকায় ভোলা-চরফ্যাসন সড়কে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করায় সকাল ১১টা থেকে জেলার সব রুটে সকল ধরনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোলা টার্মিনালে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।
ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ভোলা চরফ্যাসন রুটে অবৈধ ভাবে ভোলা ট্রান্সর্পোট বাস চালাচ্ছে। শুধু এ বাসই নয় দূরপাল্লার বাসে লোকাল যাত্রী নেয়া হয়। এ ছাড়া মহা সড়কে ৩ চাকার যানবাহন চালাচ্ছে। এসব ব্যাপারে ইতো পূর্বে ভোলা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। তার পরও অবৈধ ভাবে এসব যানবাহন চলাচল বন্ধ না হওয়ার প্রতিবাদে বাস মালিক সমিতি ভোলা-চরফ্যাসনসহ অভ্যান্তরিন সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভোলা বাস মালিক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ সমিতির নেতৃবৃন্দ।
এদিকে, বাস চলাচল বন্ধ হওয়ায় ভোলার সাথে চরফ্যাশন সহ বিভিন্ন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো জেলায় অচলাবস্থা নেমে এসেছে।
ভোলার সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার সাংবাদিকদের জানান, বাস মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।