মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » বন্ধুত্বের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
বন্ধুত্বের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির হোটেল সাংগ্রিলাতে রাষ্ট্রদূত সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। সম্মেলনে মধ্যপ্রাচ্যের ৮টি দেশের বাংলাদেশি রাষ্ট্রদূত অংশ নেন।
এসময় প্রবাসীদের প্রতি সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বাগত বক্তব্য রাখেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহিরিয়ার আলমও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতের বক্তব্য শোনেন।