সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ধর্ম-কর্ম | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে শান্তি প্রচেষ্টায় পাকিস্তান।।লালমোহন বিডিনিউজ
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে শান্তি প্রচেষ্টায় পাকিস্তান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে তেহরান স্বাগত জানায়; বললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও মতবিরোধ কারো স্বার্থ রক্ষা করবে না।
ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি রবিবার রাতে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই মুহূর্তে সবার উচিত উত্তেজনা প্রশমন করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করা।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেধে গেলে তা গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতি বয়ে আনতে পারে বলে প্রেসিডেন্ট রুহানি মন্তব্য করেন। তিনি বলেন, ইরান যুদ্ধের আগুন জ্বালাতে না চাইলেও যেকোনো পরিস্থিতিতে নিজের স্বার্থ রক্ষা করবে। পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি তেহরান-ইসলামাবাদ সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।