রবিবার, ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা।।লালমোহন বিডিনিউজ
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা।।লালমোহন বিডিনিউজ
লালেমাহন বিডিনিউজ, ডেস্ক : দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি বিশ্ব শান্তির আহ্বান ধ্বণিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে।
এর মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৫তম তথা তাবলিগ জামাতের একাংশের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। কয়েক হাজার বিদেশি মেহমানসহ মোনাজাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন মওলানা জুবায়ের।
উপলক্ষ্য যখন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত, তাতে বাধা হতে পারেনি তীব্র শীত আর হিমেল হাওয়ার চোখ রাঙানি। তুরাগ তীরের মূল ময়দান ছাপিয়ে মোনাজাতে শামিল হতে আসা মুসল্লিদের ঢল চলে যায় আশপাশের সড়কগুলোতেও।
অবশেষে মাইকে ভেসে আসে মাওলানা জুবায়েরের কন্ঠস্বর। একসাথে লাখো হাত ওঠে মহান আল্লাহর দরবারে। পরম করুনাময়ের দরবারে নিজেকে সপে দেবার প্রবল আকুতিতে কাঁদলেন তাবলীগ জামাতের এই শীর্ষ আলেম। কাঁদালেন লাখো মুসল্লিকেও।
কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউবা গাড়ি কিংবা বাসার ছাদে যে যেখানে পেরেছেন দুহাত তুলে শামিল হয়েছেন মোনাজাতে। মোনাজাত শেষে ইজতেমার শিক্ষা ছড়িয়ে দেবার প্রত্যয়ে ঘরে ফেরার স্রোতে যোগ দেন মুসল্লিরা।
চারদিন বিরতি দিয়ে ১৭ ই জানুয়ারি শুরু হবে ৫৫ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।