বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকার দুই সিটি নির্বাচন: দক্ষিণে ১৪৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার।।লালমোহন বিডিনিউজ
ঢাকার দুই সিটি নির্বাচন: দক্ষিণে ১৪৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ১৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ তথ্য জানান এই সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সংরক্ষিত কাউন্সিলর পদে ২০ জন ও সাধারণ ওয়ার্ডে ১২৫ জনসহ মোট ১৪৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
ফলে এই সিটিতে মেয়র পদে সাতজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৩৫ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২ জনসহ তিন পদে ৪২৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলো বলে জানান তিনি।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।