বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » যাচাই না করে তথ্য শেয়ার না করার পরামর্শ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
যাচাই না করে তথ্য শেয়ার না করার পরামর্শ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সত্য মিথ্যা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (০৮ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় গুজবে কান না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সাইবার নিরাপত্তা , অপরাধ সম্পর্কে সচেতন করার জন্য সন্তানদের অভিভাবক শিক্ষকদের পরামর্শ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের সেবা এখন মানুষ পাচ্ছে। সন্তানদের সুরক্ষায় অভিভাবক ও শিক্ষকদের আরো সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
এর আগে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসে “আমার সরকার” বা মাই গভ নামক অ্যাপস এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । এসময় আইসিটি খাতে অনন্য অবদানের জন্য ১৫ ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলেন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।