বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » মিসাইল হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত-ইরান।।লালমোহন বিডিনিউজ
মিসাইল হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত-ইরান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ইরানের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে ইরাকের আল-আসাদ ও আরবিল মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে হামলা চালানো হয়।
জেনারেল কাসেম সোলেইমানি হত্যার জেরে এবার ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইরান জানায়, তাদের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা।
ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি ক্ষতিয়ে দেখছে তারা। যদিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সন্ত্রাসী নিহত হয়েছে এবং মার্কিন হেলিকপ্টার ও সামরিক যন্ত্র ধ্বংস হয়েছে। তবে, এ বিষয়ে কোনো প্রমাণ দেয়নি তেহরান।
এদিকে, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর এবার খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। একইসঙ্গে যেসব দেশ তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে, তাদের প্রতিও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বলা হয়েছে, যে দেশের ভূমি থেকে ইরানের ওপর হামলা চালানো হবে, সেই দেশকে শত্রু দেশ চিহ্নিত করে হামলা চালানো হবে।
ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর, হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। যদিও হামলার পর, এক টুইটে ট্রাম্প মন্তব্য করেন, ‘অল ইজ ওয়েল’।
এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত করলে তারা ইসরায়েলে হামলা চালাবে। এছাড়া, ইরানের আকাশসীমা এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন।