রবিবার, ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ঢাকার দুই সিটি নির্বাচন: ইভিএম পদ্ধতি বাতিলের দাবি ফখরুলের।।লালমোহন বিডিনিউজ
ঢাকার দুই সিটি নির্বাচন: ইভিএম পদ্ধতি বাতিলের দাবি ফখরুলের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (০৫ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ‘ইভিএম সারাবিশ্বে সমালোচিত যন্ত্র।যা বিশেষ দলের পক্ষে ভোট পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে।’ ভোটার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিইসি ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ইভিএম ব্যবহারের ফলে সিটি নির্বাচনে ডিজিটাল কারচুপি হবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের প্রতি দলের আস্থা নেই জানিয়ে, ‘৩০শে জানুয়ারির নির্বাচনে ইভিএম ব্যবহার জনগণের ভোটারধিকার হত্যার প্রক্রিয়া বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।