রবিবার, ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিবিধ » আচরণবিধি ভাঙলেই কঠোর ব্যবস্থা-রিটার্নিং কর্মকর্তা।।লালমোহন বিডিনিউজ
আচরণবিধি ভাঙলেই কঠোর ব্যবস্থা-রিটার্নিং কর্মকর্তা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী হাকিম ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘আচরণবিধির লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না। এমনকি, নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না কোনো এমপি, মন্ত্রী।’ একই সঙ্গে মিছিল, শোডাউন পুরোপুরি নিষিদ্ধ বলেও জানান রিটার্নিং কর্মকর্তা। তবে, শুধুমাত্র গণসংযোগ করা যাবে বলে জানান আবদুল বাতেন।
মতবিনিময় অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘কঠোরভাবে আইনের প্রয়োগ করতে হবে। আইন থাকবে, কিন্তু আইনের প্রয়োগ থাকবে না- এটা গ্রহণযোগ্য নয়।’