বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » নারীদের সাবলম্বী করতে নারী শিক্ষায় গুরুত্ব দিয়েছেন শেখ হাসিনা-সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
নারীদের সাবলম্বী করতে নারী শিক্ষায় গুরুত্ব দিয়েছেন শেখ হাসিনা-সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীেক মানব সম্পদে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হল রুমে উপজেলার নারী উদ্যোক্তাদের কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাংসদ শাওন বলেন, নারীরা যে কর্ম দক্ষতায় সাবলম্বী, তার উজ্জল দৃষ্টান্ত জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রত্যন্তাঞ্চলেও শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সকল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
শাওন আরও বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই নারীরা সম্মানিত হয়, রাষ্ট্রীয়ভাবেও তাদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (ভোলা) সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: নুরনবী প্রমুখ।
এর পূর্বে লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডে মরহুম হাজী নূরুল ইসলাম চৌধুরী ইসলামিক পাঠাগার ও লালমোহন সিটি ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন করেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।