বুধবার, ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব। তাই কৃষি নির্ভর দেশের সাধারণ কৃষকদের কথা চিন্তা করে সরাসরি তাদের কাছ থেকে ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাতে কোন কৃষক ধান চাষ করে লোকসানে পড়তে না হয়। কষ্ট করে ধান চাষ করে সেই ধান বিক্রি করতে গিয়ে ন্যায্য মুল্যের অভাবে কৃষককে যাতে কোন ঝামেলা পোহাতে না হয়, এসব দিক বিবেচনায় নিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে লালমোহন উপেজলা প্রশাসনের আয়োজনে ন্যায্য মূল্যে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, কৃষকরা এখন সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমূখ।