রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকার উত্তরে ৮ ও দক্ষিণে ৭ জন মেয়র পদে ফরম নিয়েছেন।।লালমোহন বিডিনিউজ
ঢাকার উত্তরে ৮ ও দক্ষিণে ৭ জন মেয়র পদে ফরম নিয়েছেন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শেখ ফজলে নূর তাপসসহ মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭ জন। আর, উত্তর সিটিতে ৮ জন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) গোপীবাগে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার রাজনৈতিক ব্যক্তিগত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান টুটুল। এছাড়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনও মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মেয়র ছাড়া ৭৫টি সাধারণ ওয়ার্ডে ১০২৯ জন ও ২৫টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা পড়েছে সাধারণ কাউন্সিলর ৪টি ও সংরক্ষিত ১টি মনোনয়ন ফরম।
আর, উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ডের ৮০৫টি এবং সংরক্ষিত ১৭৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর মধ্যে, সাধারণ কাউন্সিলর ১০ জন এবং সংরক্ষিতে ১ জন ফরম জমা দিয়েছেন।