শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
‘বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেছেন, এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে জেএসডির ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা সংবিধানের যে শাসনতন্ত্র চিন্তা করেছিলাম, সে চেতনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একেবারে স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সরকার। এ দেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন চায়, করে এসেছে, আজকে সেই নিবার্চন ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে তারা।
আজকে এ নির্বাচন কমিশনের একজন বলছে, এ নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার যোগ্য নয়। কিন্তু তারা নির্বাচন দিচ্ছে, একটার পর একটা। এটাই তাদের চরিত্র।