শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে-সিইসি।।লালমোহন বিডিনিউজ
ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে-সিইসি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
শনিবার (২৮ ডিসেম্বর) বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো প্রধান নির্বাচন কমিশনার জানান, ঢাকার দুই সিটি নির্বাচনই ইভিএমে হবে।
ব্যক্তিগত সফরে তিনি শুক্রবার পটুয়াখালী যান। সেখান থেকে ফেরার পথে আজ বৈঠক করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি।
এসময় তিনি জানান, ইভিএম পদ্ধতিতেই ত্রুটিমুক্ত নির্বাচন করা সম্ভব। এক প্রশ্নের জবাবে ইভিএম পদ্ধতি নিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বিভিন্ন সময় যে সমালোচনা করেন তার সমালোচনা করেন সিইসি। বদিউল আলম মজুমদার দক্ষ নয় বলে, মন্তব্যও করেন প্রধান নির্বাচন কমিশনার।