বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দলীয় পরিচয় না দেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনার নির্দেশ সিইসি’র।।লালমোহন বিডিনিউজ
দলীয় পরিচয় না দেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনার নির্দেশ সিইসি’র।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দলমত নির্বিশেষে সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় পরিচয় না দেখে নির্বাচন পরিচালনার জন্য রির্টানিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রির্টানিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অতীতের নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম’র সফলতা থাকায় এবার দুই সিটি করপোরেশন নির্বাচনে তা ব্যবহার করা হচ্ছে।
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বচন কমিশনার আরও বলেন, মাঠে কাজ করতে গেলে অনেক সমস্যা মোকাবিলা করতে হবে। সেটা আপনারা নিজ দায়িত্বে মোকাবিলা করবেন। যখন যেটা পারবেন না, তাৎক্ষণিকভাবে সেটা আপনাদের সিনিয়র কর্মকর্তাদের জানাবেন, তারা সমাধানের চেষ্টা করবে।
এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এই কমিশনের অধীনে রংপুর ও কুমিল্লা সিটি নির্বাচন ছাড়া কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। এমন নির্বাচনের পুণরাবৃত্তি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য রির্টানিং কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি। নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজন আছে বলেও জানান মাহবুব তালুকদার।