সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিভাগের খবর | মুক্তমত | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ » ডাকসু ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল।।লালমোহন বিডিনিউজ
ডাকসু ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের নামে কিছু সন্ত্রাসী ও বর্তমান সরকারের দালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশের ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভিপি নুর অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে তার ওপর বার বার হামলা করছে ছাত্রলীগ। কিন্তু এতে প্রশাসনও নীরব। যারা মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়ে হামলা করে, তারা মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আলম ও ছাত্র ফেডারেশন রাবি শাখার সভাপতি মোহাব্বত হোসেন মিলন।
রবিবার বেলা পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর ফের হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় অন্তত ৩২ জন আহত হন। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।