বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ফটোগ্যালারী | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফারহাদ নাঈম কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ফরাজগঞ্জবাসী।। লালমোহন বিডিনিউজ
ফারহাদ নাঈম কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ফরাজগঞ্জবাসী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ফারহাদ হোসেন নাঈম কে দেখতে চায় এলাকাবাসী।
ফারহাদ হোসেন নাঈম, ফরাজগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের মোঃ ওজিউল্যাহ মিয়ার ছোট ছেলে। বাবা ওজিউল্যাহ মিয়া ফরাজগঞ্জ ইউনিয়ন রেড ক্রিসেন্ট সোসাইটির একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ফারহাদ হোসেন নাঈমের বড় ভাই মো: হুমায়ুন কবিরও ছিলেন লালমোহন উপজেলা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট। ১৯৯৯ সালে ছাত্র জীবনে ফারহাদ হোসেন নাঈম ফরাজগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পড়ালেখার সুবাদে ঢাকা থাকায় ২০০২ সালে ঢাকা মহানগনর উত্তর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হন তিনি। পাশাপাশি ভোলা জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্যও ছিলেন তিনি। বর্তমানে ঢাকা কদমতলী থানা আওয়ামীলীগের নেতা ফরহাদ হোসেন নাঈম। এলাকার মানুষের সখ্যতা ও ভালবাসাই রাজনীতিতে অনুপ্রাণিত করেছে তাকে। তাই বাবার শেখানো পথ অনুসরণ করে মানুষের ভালবাসা নিয়ে পাশে থাকার প্রত্যয়ে সর্বদা সকলের সুখে দু:খে কাজ করছেন তিনি। আর এমন জনসম্পৃক্ত উদীয়মান তরুণকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় ফরাজগঞ্জ ইউনিয়নের সর্ব সাধারণ।
স্থানীয়রা জানান, মরহুম আবুল কাশেম দুলাল ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এলাকার উন্নয়ন, মানুষের সুখে দু:খে পাশে থাকাসহ তাঁর সার্বিক দক্ষতা ও কর্মগুণে আজও মানুষের হৃদয়ে গেঁথে আছেন মরহুম আবুল কাশেম দুলাল। তাঁর শূণ্যতা পূরণে ফারহাদ হোসেন নাঈমের বিকল্প নেই।
স্থানীয় আরও বলেন, কর্মের জন্য ঢাকা থাকলেও এলাকার আর অবহেলিত এই এলাকার উন্নয়নে, এলাকাবাসীর ভাগ্য উন্নয়নে
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে ফরহাদ হোসেন নাঈমকে মনোনিত করার আহবানও জানান এলাকার তারা।