মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভারত-বাংলাদেশ বন্ধুত্ব সারাজীবন বজায় থাকবে-সেনাপ্রধান।। লালমোহন বিডিনিউজ
ভারত-বাংলাদেশ বন্ধুত্ব সারাজীবন বজায় থাকবে-সেনাপ্রধান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় যোদ্ধা ও যুদ্ধ পরবর্তী সময়ে সহায়তাকারী রাশিয়ার নৌ সদস্যদের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ।
ভারত-বাংলাদেশের বন্ধুত্ব এখন সর্বোচ্চ চুড়ায় আছে, তা সারাজীবন বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেনাসদরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় যোদ্ধা ও যুদ্ধ পরবর্তী সময়ে সহায়তাকারী রাশিয়ার নৌ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন সেনাপ্রধান।
জেনারেল আজিজ বলেন, যুদ্ধপরবর্তী সময়ে রাশিয়ার ভূমিকা বাংলাদেশ সবসময় স্মরণে রাখবে। বাংলাদেশের ভবিষ্যত গড়তে রাশিয়া এবং ভারতের যে সকল বীরসেনা আত্মত্যাগ করেছেন, তারা আজও বাংলাদেশের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন সেনাপ্রধান।
এর আগে, সকালে ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৬ বীরযোদ্ধা এবং কর্নফুলি চ্যানেলে মাইন অপসারণে সহায়তাকারী রাশিয়ার পাঁচ নৌ সদস্য শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।