সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কুমিল্লা | খুলনা | চট্টগ্রাম | জাতীয় | জেলার খবর | ঢাকা | বরিশাল | বিভাগের খবর | ভোলা | যশোর | রংপুর | রাজধানী | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ | সিলেট » শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সারাদেশে বিজয় দিবস উদযাপন।। লালমোহন বিডিনিউজ
শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সারাদেশে বিজয় দিবস উদযাপন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সারাদেশে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী শহীদ স্মৃতি সৌধে ঢল নামে মানুষের। সেখানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। মহান বিজয় দিবসে সিলেট শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এদিকে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোর থেকে রংপুরে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ভিড় করেন সর্বস্তরের মানুষ। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এছাড়া, রাজশাহী, সুনামগঞ্জ, শেরপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি, মেহেরপুর, লক্ষ্মীপুর, ভোলায় জাতির বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।