রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘রাজাকারের আগে শহীদদের তালিকা জরুরি’-আমির খসরু।।লালমোহন বিডিনিউজ
‘রাজাকারের আগে শহীদদের তালিকা জরুরি’-আমির খসরু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজাকারদের তালিকা করার আগে শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজাকারদের তালিকা করার আগে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একাত্তরে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর তালিকা প্রকাশ করার প্রতিক্রিয়ায় একথা জানান বিএনপির এই নেতা।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রাজাকার, আলবদর, আল শামসদের তালিকা সরকার যদি স্বচ্ছভাবে প্রকাশ করতে চায় করুক কোনো সমস্যা নেই। কিন্তু, যারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন তাদের তালিকা প্রথমে করা উচিত। প্রতিটি অঞ্চলের মানুষই জানে তাদের এলাকায় কে কে দেশের জন্য জীবন দিয়েছেন।’
যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারগুলোকে স্বীকৃতি দেয়ার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।