শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল-ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল-ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে ‘ইন্ডিয়ান ওশান ডায়ালগ’ এ অংশ নিতে দিল্লি যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের।
পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফর বাতিল করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এনআরসি প্রসঙ্গে তিনি জানান, জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখেই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রবাসে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই নামে বিভিন্ন সংগঠন করে কলহ বিবাদ করা কাম্য নয়।’ এ সময়, তিনি ব্রটিশ পার্লামেন্টে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এনআরসি প্রসঙ্গে কাদের বলেন, ‘জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বজায় রাখছে বাংলাদেশ। সম্প্রীতির বাংলাদেশে দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে চায় সরকার।’