মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক অজয় রায়ের প্রতি শ্রদ্ধা।। লালমোহন বিডিনিউজ
কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক অজয় রায়ের প্রতি শ্রদ্ধা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কেন্দ্রীয় শহীদ মিনারে কীর্তিমান পদার্থ বিজ্ঞানী, মুক্তিযোদ্ধা, অধ্যাপক অজয় রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা সাড়ে এগারোটার দিকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত কারণে জীবনাবসান ঘটে তার। অজয় রায়ের ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ বারডেম হাসপাতালকে দান করা হবে। ৮৫ বছর বয়সি অধ্যাপক বেশ কিছুদিন ধরেই বারডেমের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৫শে নভেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। অজয় রায় জঙ্গি হামলায় নিহত বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বাবা।
শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা অজয় রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদের একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে অবসরের পর ইউজিসির অধ্যাপক ছিলেন। ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন অজয় রায়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।