শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | কুমিল্লা | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দিনাজপুরে পুলিশের দেখে পানিতে ঝাঁপ চালক নিখোঁজ।। লালমোহন বিডিনিউজ
দিনাজপুরে পুলিশের দেখে পানিতে ঝাঁপ চালক নিখোঁজ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় সিদ্দিকুর রহমান নামে এক গাড়িচালক নিখোঁজ রয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার সময় পূর্ণভবা নদীর রাজাপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সিদ্দিকুর রহমান (৩৬) সদর উপজেলার গবরা পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, সিদ্দিকুর রহমানসহ ১০/১২ জন পূর্ণভবা নদীর রাজাপাড়া ঘাটে বসে তাস খেলছিলেন। এ সময় পাশ দিয়ে পুলিশের একটি টহল দল যাচ্ছিল। তারা পুলিশ দেখে যে যার মতো পালিয়ে যায়। এদের মধ্যে ৩ জন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। ২ জন সাঁতরে নদী পার হলেও সিদ্দিকুর রহমান আর উঠতে পারেনি। এ ঘটনার পর নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করছে।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন মাহমুদ ও কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্দিকুর রহমানের খোঁজ পাওয়া যায়নি।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, সিদ্দিকুরসহ ১০/১২ নদীর পাশে বসে তাস খেলছিলেন। এমন সময় পাশ দিয়ে পুলিশের টহল টিম যাচ্ছিল। তাদের দেখেই নদী ঝাঁপ দেয় তিনজন। দুইজন সাঁতরে নদী পার হয়েছে। সিদ্দিক এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের দল।
প্রসঙ্গত, একই স্থানে গত ৪ বছর আগে জুয়া খেলার সময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে চার জনের মৃত্যু হয়েছে।