শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন শরীফ সভাপতি, রিপন সম্পাদক।। লালমোহন বিডিনিউজ
গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন শরীফ সভাপতি, রিপন সম্পাদক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২০-২০২১ মেয়াদের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় দৈনিক কালের কণ্ঠের শরীফ আহমেদকে সভাপতি ও দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন মো. মনিরুজ্জামান (সহ সভাপতি), নজরুল ইসলাম আজহার (যুগ্ম সম্পাদক), কামাল হোসেন বাবুল (সাংগঠনিক সম্পাদক), মিলটন খন্দকার (কোষাধ্যক্ষ), মাহবুবুল আলম (প্রচার সম্পাদক) ও প্রকৌশলী মাসুদ রানা (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক)।
কার্যনিবার্হী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন, মুজিবুর রহমান, আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আফজাল হোসেন ও কাজী মকবুল হোসেন।
এছাড়া অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মো. মাহফুজুল হক, এম এ ফিরোজ, জানে এ আলম, মো. সিরাজ উদ্দিন, রায়হানুল ইসলাম আকন্দ, আ. মালেক মিয়া, রাজিব সরকার, বায়েজিদ হোসেন, আ. গাফফার, এম এ মোমেন রানাকে সংগঠনের উপদেষ্টা সদস্য মনোনীত করা হয়েছে।