সোমবার, ২৭ জুলাই ২০১৫
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার করছেনা পুলিশ
লালমোহনের কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার করছেনা পুলিশ
লালমোহন বিডিনিউজ ডেস্ক: লালমোহনের কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার করেছেনা বলে অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে লালমোহন করিমুন্নেছা মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ও তজুমদ্দিন উপজেলার কোড়ালমার ৯ নং ওয়ার্ডের মৃত নুর ইসলাম পাটওয়ারীর কন্যা (১৯) এর সাথে একই এলাকার আব্দুরব কারীর ছেলে ও তজুমদ্দিন উপজেলার ইয়াছিনগঞ্জ কমিউনিটি কিøনিকের স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক ওরফে জাকির হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে রাজ্জাক ওই কলেজ ছাত্রীকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়ে আসে। গত ১৭/৮/১৪ইং রাত সাড়ে ১১টার দিকে রাজ্জাক ওই ছাত্রীর বসত ঘরে এসে তাকে জোর পূর্বক পালাক্রমে একধিক বার ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি এলাকায় জানা যানি হলে ২১/৮/১৪ ইং তারিখে ওই ছাত্রী বিয়ের দাবি নিয়ে রাজ্জাক ঘরে উঠে। পরে রাজ্জাকের বড় ভাই ও পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাওখাত হোসেন রিয়াজ ও তার বোন রেহানা বেগম হেনা ওই ছাত্রীকে বেদম ভাবে মারপিট করে ঘর থেকে বেড় করে দেয়। এঘটনায় ওই ছাত্রী বাদীয়ে ৩ জনকে আসামী করে ২২/৮/১৪ ইং তারিখে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /৩ )এর ৯ (১) ধারা মামলা দায়ের করেন। যার বর্তমান মামলা নং ১১৭৮/১৪। এই মামলায় গত ১৮/২/১৫ ইং তারিখে মোকাম ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। মামলার আসামীরা বর্তমানে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালে ও পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে তজুমদ্দিন থানার ভারপাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আমি এবং আমার ওসি তদন্ত সহ পুলিশ একাধিকবার এই মামলার আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়েছে।