রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকা থেকে বাস টার্মিনাল সরানোর সিদ্ধান্ত।। লালমোহন বিডিনিউজ
ঢাকা থেকে বাস টার্মিনাল সরানোর সিদ্ধান্ত।। লালমোহন বিডিনিউজ
লালমোন বিডিনিউজ, ডেস্ক : বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ঢাকা থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে।
রাজধানী থেকে সব বাস বাস টার্মিনাল সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (১ ডিসেম্বর) নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র পরিচালনা বোর্ডের সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ঢাকা মহানগরী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে। এ লক্ষ্যে স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত শেষ করতে হবে। পরিবহনসহ অন্য সমস্যা সমাধানে দ্রুত স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে একটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঢাকা উত্তর, দক্ষিণসহ পার্শ্ববর্তী সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা বসবেন। মন্ত্রণালয় ডিটিসিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ বসে সমন্বিত পদক্ষেপ নেবেন।’
তিনি বলেন, ‘ঢাকায় ৬৪টি পার্কিং স্পটের অনুমোদন দেয়া হয়েছে।ডিটিসিএ-এর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য একটি বিশেষজ্ঞ কারিগরি টিম গঠন করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যোগাযোগ ব্যবস্থায় ফ্লেক্সিবিলিটি বাড়াতে কম্প্রেহেন্সিভ ট্রান্সপোর্ট প্ল্যান প্রণয়ন করা হবে। ভিজিবিলিটি স্টাডির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’