রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘আনসারুল্লাহর ৪ জঙ্গি’ গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
‘আনসারুল্লাহর ৪ জঙ্গি’ গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডনিউজ, ডেস্ক : রাজধানী ঢাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, শনিবার রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাসুম মিয়া (৩০), আবু বকর সিদ্দিক ওরফে ইমরান (১৯), রাকিবুল হাসান সিয়াম (১৮) ও আব্দুল্লাহ আল নোমান (২২)।
তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট পাওয়া গেছে জানিয়ে মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।