শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » উপ-নির্বাচনে প্রার্থী চুড়ান্তে বিএনপি’র বৈঠক কাল।। লালমোহন বিডিনিউজ
উপ-নির্বাচনে প্রার্থী চুড়ান্তে বিএনপি’র বৈঠক কাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথারীতি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করবেন।
স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
এ দিকে দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত হবে বৈঠক থেকে। বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা মতামত দেবেন। সার্বিক মতামতের ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
এই আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে দলত্যাগী এম মোরশেদ খানকে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। কিন্তু দলের অনুরোধ প্রত্যাখ্যান করেন অভিমানী মোরশেদ। এই আসনে স্থানীয়ভাবে আবু সুফিয়ানের নাম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। পাশাপাশি জাতীয় নেতাদের ক্ষেত্রে আব্দুল্লাহ আল নোমানের নাম ভাবা হচ্ছে।
জাসদ নেতা মইনউদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়।
সূত্র জানায়, এছাড়াও স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হবে।