সোমবার, ২৭ জুলাই ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে প্রবল বর্ষনে ডুবে গেছে রাস্তা, চরম ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থীরা
ভোলার চরফ্যাশনে প্রবল বর্ষনে ডুবে গেছে রাস্তা, চরম ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থীরা
চরফ্যাশন সংবাদদাতা :ভোলা জেলা চরফ্যাশন উপজেলায় কয়েক দিনের প্রবল বর্ষনে ডুবে গেছে সকল রাস্তা। এতে ভোগান্তিতে পরেছে হাজার হাজার মানুষ, সেই সাথে স্কুলগামী ছাত্রছাত্রীরাও। দেখা গেছে ছাত্রছাত্রীরা ভেলায় ও নৌকায় চরে বিদ্যালয়ে আসে। প্রায় সকল রাস্তা ডুবে যাওয়ায় ওখানকার মানুষের যাতায়াতের একমাত্র সম্বল নৌকা বা ভেলা। এ যেন বঙ্গোপসাগরের রুপ ধারন করেছে। কোথাও একটু উচু যায়গা নেই, যেখানে মানুষ বিচরন করবে।
দোকান পাট, হাটবাজার, বিদ্যালয় সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ডুবে রয়েছে। বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা রয়েছে চরম আতংকে। কয়েকদিন কাজ করতে না পারায় উপোস থাকতে হয়েছে। চরফ্যাশন, শশীভুষন থানার বিভিন্ন ইউনিয়নের পাঁচ থেকে সাত হাত পর্যন্ত পানিতে ভরে গেছে। পানি নিষ্কাষনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জমে আছে কয়েকদিন। এতে সাধারন খেটে খাওয়া মানুষের যেন মহামরী দেখা দিয়েছে।