বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিএনপির প্রতিহিংসামূলক কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো-প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
বিএনপির প্রতিহিংসামূলক কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো-প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিএনপি সরকারের নেয়া অনেক প্রতিহিংসামূলক নীতির কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পার্বত্যাঞ্চলের শান্তি ও উন্নয়নে সরকার সবসময় সচেষ্ট বলেও জানিয়েছেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশের ৯৫ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পেলেও মুজিব বর্ষের আগেই শতভাগে নিতে চায় সরকার। এরই অংশ হিসেবে পাহাড়ি অঞ্চলের পরিবার ও কমিউনিটির মধ্যে ১৩ হাজার ৪০৭টি সোলার প্যানেল বিতরণের কাজ শুরু হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় পার্বত্যাঞ্চলকে নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঘোষণা দেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার। তারপর, কাপ্তাই লেকের মাছ ও জলজ পরিবেশের ওপর ভাসমান গবেষণা তরী ও শিপিং কর্পোরেশনের ৫টি জাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এছাড়া, তথ্য প্রযুক্তির উন্নয়ন, নিরাপদ ডাটা সংরক্ষণ এবং সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে বিশ্বের ৭ম বৃহত্তম হাইটেক পার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি অভিযোগ করেন, বিএনপি জামাত দেশকে তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে রেখেছিলো।
ভিডিও কনফারেন্সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।