সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি দেশের বিভিন্ন রুটে বাস ধর্মঘট।। লালমোহন বিডিনিউজ
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি দেশের বিভিন্ন রুটে বাস ধর্মঘট।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে যশোর, ঝিনাইদহ, টাঙ্গাইলে বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
রবিবার দুপুর থেকে যশোরের ১৮টি রুটে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। শ্রমিকদের দাবি, শ্রমিকরা কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে না। অথচ অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। এছাড়াও এ আইনের অনেক ধারার ব্যাপারেই শ্রমিকদের আপত্তি রয়েছে, যা সংশোধন জরুরি বলে মনে করেন তারা।
একই দাবিতে ঝিনাইদহে মটর শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। এতে ঝিনাইদহ-ঢাকা, ঝিনাইদহ-খুলনা, ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-মেহেরপুরসহ বিভিন্ন রুটের যাত্রীবাহি বাস-মিনিবাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
এছাড়াও সড়ক আইন সংশোধনের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে পরিবহণ শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছের যাত্রীরা।