বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » নির্ধারিত বোর্ড ফি’র অতিরিক্ত নয়লালমোহনে শিক্ষকদের সতর্ক করলেন ইউএনও।। লালমোহন বিডিনিউজ
নির্ধারিত বোর্ড ফি’র অতিরিক্ত নয়লালমোহনে শিক্ষকদের সতর্ক করলেন ইউএনও।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র বেশি যাতে আদায় করা না হয়, সে বিষয়ে মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকদের সতর্ক করেছেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি।
বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এ সতর্ক বার্তা দেন ইউএনও। তিনি বলেন, প্রতিষ্ঠানের রশিদ ছাড়া কেউ কোন টাকা নিতে পারবেন না।
এসময় নির্ধারিত বোর্ড ফি’র অতিরিক্ত যারা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগ তুলে ধরা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এ বছর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক পর্যায়ের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে বোর্ড কর্তৃক ১৮৫০টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ১৯৭০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু বোর্ডের এ নীতিকে অমান্য করে ৩হাজার থেকে ৬হাজার টাকা করে ফরম ফিলাপের ফি নিচ্ছেন কতিপয় স্কুল মাদ্রাসার শিক্ষকগণ। যারা নির্ধারিত ফি’র বেশি নিয়েছেন তাদেরকে সতর্ক ও কঠোর হুশিয়ারি প্রদান করেছেন ইউএনও হাবিবুল হাসান রুমি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদনমোহন মন্ডল প্রমূখ।