বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মা হলো ১৩বছরের কিশোরী, “গায়েবি” বলছে কিশোরির বাবা।। লালমোহন বিডিনিউজ
মা হলো ১৩বছরের কিশোরী, “গায়েবি” বলছে কিশোরির বাবা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় কন্যা সন্তান প্রসব করেছে ১৩ বছরের এক কিশোরী । তবে এ সন্তানের বাবা কে তা জানা না গেলেও মেয়েটির বাবার দাবি, এটি গায়েবি সন্তান! এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
খবর পেয়ে পুলিশ কুমারী মা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া সন্তানের জন্মদাতার নাম-পরিচয় জানতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কিশোরীর বাবাকে।
জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর এলাকায় ১৩ বছরের এক কিশোরী গত ৬ নভেম্বর রাতে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। তবে ওই সন্তান ‘গায়েবি’ বলে প্রচার চালান কিশোরীর বাবা।
বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে পাকুন্দিয়া থানা পুলিশ কুমারী মা ও তার নবজাতককে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। মহিলা পুলিশ প্রহরায় গাইনি ওয়ার্ডে মা ও নবজাতককে চিকিৎসা দেয়া হচ্ছে।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, কিশোরীকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। নবজাতকের জন্মদাতার নাম-পরিচয় জানতে তার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, মেয়েটির বয়স কম হওয়ায় সঠিক তথ্য দিতে পারছে না। একেক সময় একেক কথা বলছে। তবে আমরা এ অনৈতিক কাজে জড়িতকে চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে।