মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণার দাবি তজুমদ্দিনে র্যালী ও স্মারকলিপি প্রদান।। লালমোহন বিডিনিউজ
১২ নভেম্বর কে উপকূল দিবস ঘোষণার দাবি তজুমদ্দিনে র্যালী ও স্মারকলিপি প্রদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ১৯৭০ সালের ১২ই নভেম্বর “ভোলা সাইক্লোন” দুর্যোগের ঝড়-জলোচ্ছ্বাসে প্রাণ হারায় প্রায় ৬ লক্ষ মানুষ। তার মধ্যে তজুমদ্দিন ও মনপুরায় প্রাণ হারায় প্রায় ৭৭ হাজার মানুষ। আজ সেই ভয়াল ১২ নভেম্বর, উপকূলবাসীর কান্না ঝরানো সেই দিন। তাই এ দিনটি কে ¯¥রণীয় করে রাখতে তজুমদ্দিন প্রেসক্লাবের আয়োজনে ১২ নভেম্বর কে “উপকূল দিবস” ঘোষণার দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। র্যালী, উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান, ও আলোচনা সভার মধ্য দিয়ে দাবি উত্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেসক্লাবের সকল সাংবাদিক ও স্থানীয় সাধারণ জনগণ।