সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিনোদন | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বর্ণাঢ্য আয়োজনে ভোলায় মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। লালমোহন বিডিনিউজ
বর্ণাঢ্য আয়োজনে ভোলায় মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বীপজেলা ভোলায় পালিত হলো মোহনা টেলিভিশনের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবটি উপলক্ষ্যে সোমবার বিকেলে মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে ও দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের সৌজন্যে মোস্তফা কামাল বাসটার্মিনাল এলাকায় মোহনা টেলিভিশনের ভোলা অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহনা টিভি ভোলা জেলা প্রতিনিধি জসিম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম মিয়া, ভালা সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির ভোলা জেলা প্রতিনিধি মোঃ অনিক হাসান। মাইটিভি ভোলা জেলা প্রতিনিধি, আরিফ হোসেন লিটন, দৈনিক স্বাধীন সংবাদের ভোলা জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, দৈনিক আলোর জগতের ভোলা জেলা প্রতিনিধি বজলুর রহমান রনি, দৈনিক বরিশাল সময়ের ভোলা জেলা প্রতিনিধি মোঃ নিয়াজ তালুকদার, দৈনিক সংবাদ সকালের ভোলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানসহ দক্ষিণ বঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অফিস কার্যালয় এসে সমাপ্ত হয়।