রবিবার, ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা | জাতীয় | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে নিহত-৪।। লালমোহন বিডিনিউজ
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে নিহত-৪।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। রবিবার ভোররাতে আঘাত হানার পর থেকে এখনও চলছে এর তাণ্ডব। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তিন জেলায় নিহত হয়েছেন ৪জন। উপকূলীয় অঞ্চলে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন জেলা থেকে সংবাদকর্মীগণ বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা প্রতিবেদক জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মন্ডল (৫২) নামে এক নারী ঝড়ের সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী সুভাস মন্ডলের স্ত্রী।
অপরদিকে খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছচাপা পড়ে নিহত হয়েছেন।
পটুয়াখালী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। নিহতের বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।