সোমবার, ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নারায়ণগঞ্জে ভবন ধস আটকেপড়া শিশু উদ্ধারে অভিযান চলছে।। লালমোহন বিডিনিউজ
নারায়ণগঞ্জে ভবন ধস আটকেপড়া শিশু উদ্ধারে অভিযান চলছে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নারায়ণগঞ্জে ভবন ধসে আটকেপড়া শিশু ওয়াজিদকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ ওয়াজিদকে উদ্ধারে সকালে ফের শুরু হয় অভিযান। শিশুটির সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে ভবন ধসের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। ধসের কারণ অনুসন্ধান করে ৮ই নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার বিকেলে বাবুরাইল এলাকায় খালে নির্মাণাধীন চারতলা ভবন ধসে পড়ে শিশু শোয়েব নিহত এবং ৭ জন আহত হন। নির্মাণ ত্রুটির কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক ধারণা প্রশাসনের। ভবনের মালিকদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।