রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ২ মাস বয়সী শিশু চুরির পাঁচ মাস পর উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
২ মাস বয়সী শিশু চুরির পাঁচ মাস পর উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের আমতলা এলাকা থেকে চুরি হওয়া দুই মাসের এক শিশুকে ৫ মাস পর উদ্ধার করছেে পুলিশ। এ সময়, নবজাতক চোর চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করা হয। শনবিার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত কক্সবাজার ও নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। নবজাতক চোর চক্রের আটক হওয়া সদস্যরা হলেন, আফসার সাদেক, পারভীন আক্তার ও সুজিত কুমার নাথ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২৭শে মে নগরীর আফসার শেফালী বেগম নামে এক নারী ভিক্ষুককে ফুসলিয়ে তার ২ মাস বয়সী শিশুকে চুরি করে নিয়ে যায়।
আটককৃতরা নগরীর পথশিশু ও হতদরিদ্র ভিক্ষুকদের ২ থেকে ৫ মাস বয়সী শিশুদের র্টাগেট করে। পরে। কৌশলে শিশুদের চুরি করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয়া হয়। চক্রটির সঙ্গে, জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আটক হওয়া চোর চক্রের সদস্যদের মধ্যে সুজিত কুমার নাথ নগরীর ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবে টেকনোলজিস্ট হিসেবে কাজ করতেন।