
শনিবার, ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের ধলীগৌরনগরে পুকুরের পানিতে ডুবে বায়েজিদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়েনের কামারের খাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু বায়েজিদ ওই এলাকার জেলে করিমের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা গৃহস্থালী কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশুটি খেলতে খেলতে পুকুর ঘাটে চলে যায় এবং ওই পুকুরের পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রাসহ শিশুটিকে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।