বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ফটোগ্যালারী | বরিশাল | বিভাগের খবর | ভোলা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ৩ মাদকসেবীর সেচ্ছায় আত্মসমর্পণ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ৩ মাদকসেবীর সেচ্ছায় আত্মসমর্পণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের অনুমতিক্রমে ও ভোলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ভোলা সদর থানায় ৩ মাদকসেবী সেচ্ছায় আত্মসমর্পণ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ভোলা সদর মডেল থানার অফিসার-ইনচার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন এর নিকট এ তিন মাদকসেবী সেচ্ছায় আত্মসমর্পণ করেন।
তারা হলেন, ১) মোঃ মফিজুল ইসলাম (৪২), পিতা-মোঃ গোলাম সরোয়ার, সাং-নবীপুর, ৯নং ওয়ার্ড, ধনিয়া ইউনিয়ন, ভোলা সদর। ২) মোঃ শাহাবুদ্দিন সিকদার (৪০), পিতা-মোঃ কামাল ইসলাম, সাং-বাঘার হাওলা, ৫নং ওয়ার্ড, পূর্ব ইলিশা ইউনিয়ন, ভোলা সদর ৩) মোঃ ইয়াহিয়া খান মামুন (৩৫), পিতা-মৃত ওয়াজেদ আলী খান, সাং-কালীবাড়ী রোড, ৩নং ওয়ার্ড, ভোলা পৌরসভা। আত্মসমর্পণ অনুষ্ঠানে তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় তারা শপথ করে বলেন, তারা ভবিষ্যতে আর মাদক সেবন করবে না এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে।