বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » স্কুলের সামনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-৫।। লালমোহন বিডিনিউজ
স্কুলের সামনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-৫।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানী ঢাকার রুপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশু ওবং ১ নারী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে, মিরপুরের রূপনগর এলাকার মনিপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মোশতাক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্যানের ওপর বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।