বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইউএনও অফিসের সহকারী সড়ক দূর্ঘটনায় নিহত।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ইউএনও অফিসের সহকারী সড়ক দূর্ঘটনায় নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো.রফিকুল ইসলাম(৪৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২২অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চরফ্যাসন উপজেলা কাইমুদ্দিন মোড়ে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
নিহত রফিকুল ইসলাম উপজেলা নীলকমল ইউনিয়নের বাসিন্দা। সে দীর্ঘদিন চরফ্যাসন উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে অফিস সহকারীর দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিমে প্রেরন করেন। পথিমধ্যে লালমোহন বাজারের কাছে গেলে রফিকুল ইসলামের মৃত্যু হয়।
চরফ্যাসন উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।