বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলার দৌলতখানে এমপি মুকুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়
ভোলার দৌলতখানে এমপি মুকুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়
ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সাথে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মতবিনিময় করেন। উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেসক্লাব সভাপতি শ ম ফারুকের সভাপতিত্বে এমপি মুকুল সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সম্পর্কে অবগত হন। তিনি দৌলতখান প্রেসক্লাবের দ্বিতল ভবনের অসম্পন্ন কাজ খুব শীঘ্রই সম্পন্ন করে একটি অত্যাধুনিক প্রেসক্লাব করে দেয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়াম্যান মোশারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, উপজেলা আ’লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির প্রমুখ।