বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জমি সংক্রান্ত বিরোধের জের লালমোহনে প্রতিপক্ষের হামলায় আহত-৩।। লালমোহন বিডিনিউজ
জমি সংক্রান্ত বিরোধের জের লালমোহনে প্রতিপক্ষের হামলায় আহত-৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের কালমা ৪নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৌলভী মোঃ মাকছুদ উল্যাহ (৬০) ও তার দুই ছেলে হাফেজ রহমত উল্যাহ এবং মাওলানা এনায়েত উল্যাহ গুরুত্বর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভী মাকছুদ উল্যাহ’র রেকর্ডিয় সম্পত্তিতে একই এলাকার রফিকুল ইসলাম গংরা জমি দাবি করছে। এ নিয়ে দীর্ঘ প্রায় ১৫বছর যাবৎ উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে গত শনিবার (১২ অক্টোবর) সকাল অনুমান ১০টার দিকে নিজ বাড়ির বাউন্ডারি দেয়াল তোলার কাজ তদারকি করার সময় মৌলভী মোঃ মাকছুদ উল্যাহর উপর অতর্কিত হামলা চালায় রফিকুল ইসলাম গংরা। এসময় তার ডাক চিৎকার শুনে তার ছেলে হাফেজ রহমত উল্যাহ ও এনায়েত উল্যাহ এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহতবস্থায় তাদের কে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করেন। পরে মৌলভী মোঃ মাকছুদ ঊল্যাহ ও হাফেজ রহমত উল্যাহ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভোলা প্রেরণ করেন। বর্তমানে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
মাওলানা এনায়েত উল্যাহ পিতা ও ভাইয়ের উপর হামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা দীর্ঘ ৩০বছর যাবৎ আমাদের রেকর্ডিয় সম্পদ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ রফিকুল ইসলাম গংরা আমাদের জমির মধ্যে তাদের জমি আছে দাবি করে বিরোধে লিপ্ত হওয়ার চেষ্টা করলে গত ১৬ জুলাই আমরা বিষয়টি ভোলা-৩ আসনের এমপি আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দায়ের করি। তিনি কাগজপত্র যাচাই বাছাইপূর্বক সূষ্ঠ সমাধান দিতে লালমোহন থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। সেই মোতাবেক ২০জুলাই উভয় পক্ষের মনোনিত শালিসগণের উপস্থিতিতে যাবতীয় কাগজপত্রাদি দেখে ও জমি মাপার পর প্রতিপক্ষ রফিকুল ইসলাম গংরা আমাদের কাছে কোন জমি পাওনা নেই মর্মে একটি ফয়সালা দেয়া হয়। কিন্তু সেই ফয়সালা অমান্য করে তারা বিভিন্ন সময় আমাদেরকে হুমকি ধমকি দিয়ে জবরদখলের চেষ্টা চালায়।
গত শনিবার আমাদের বাড়ির বাউন্ডারি দেয়ালের কাজ পরিদর্শণকালে আমার বাবার উপর রফিকুল ইসলাম, কবির, মাসুদ, আকতার, নুরুল ইসলাম, রিনা বেগম, জোস্না ও আরজুসহ আরো কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আমার বাবার মাথায় কোপ দিলে বাবার চিৎকারে আমি ও আমার বড় ভাই হাফেজ রহমত উল্যাহ এগিয়ে গেলে আমাদের উপরও হামলা চালায়। তাদের হামলায় ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমার বাবা ও ভাই।
তিনি আরও বলেন, হামলার বিষয়টি তাৎক্ষনিক লালমোহন থানার ওসিকে জানালেও পৌরসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণে ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের কে দেখতে আসতে পারেননি ওসি।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও প্রতিপক্ষ রফিকুল ইসলাম গংদের সন্ত্রাসীমূলক কর্মকান্ড বন্ধে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এর দৃষ্টি কামনা করেছেন তিনি।